বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের (বিজেএমএ) সঙ্গে সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের ‘বিল্ডিং ইয়ুথ এমপ্লয়েবিলিটি থ্রু স্কিলস (বাইটস)’ প্রকল্প একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। দেশের বিভিন্নধর্মী পাট খাতে দক্ষতা উন্নয়নে যৌথভাবে কাজ করার জন্য এ সমঝোতা স্বাক্ষরিত হয়।রোববার (০৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।শিল্প খাতের চ্যালেঞ্জ তুলে ধরে বিজেএমএর পরিচালক মো. হাসেন আলী বলেন, পাটশিল্পে দক্ষ কর্মীর অভাব প্রকট। আমার রাজশাহীর মিলেও প্রশিক্ষিত শ্রমিকের অভাবে সমস্যায় পড়তে হয়। এ ধরনের উদ্যোগ তাই শিল্পের টিকে থাকা এবং অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।সুইসকন্ট্যাক্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিজেএমএর চেয়ারম্যান বলেন, সুইসকন্ট্যাক্টের এই সময়োপযোগী উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ। বর্তমানে বাংলাদেশে প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহারে পরিবেশদূষণ বাড়ছে। পাটপণ্য হতে পারে একটি প্রাকৃতিক ও টেকসই বিকল্প। বাইটস প্রকল্পের মাধ্যমে আমাদের মিলগুলোর প্রয়োজন অনুযায়ী একটি সমন্বিত প্রশিক্ষণ মডিউল তৈরি করা...