জাতির উদ্দেশ্যে সম্প্রতি দেওয়া বক্তব্যের মাধ্যমে নোবেলজয়ী ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারি—রমজানের আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। এ ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বেড়েছে। ভোটের তারিখ নির্ধারণ হলেও পন্থাভিত্তিক দ্বন্দ্ব — বিশেষত ‘পিআর (Proportional Representation)’ পদ্ধতি ও আগে থেকে কাঠামোগত সংস্কার বাস্তবায়নের দাবি নিয়ে রাজনৈতিক দলের মধ্যে তীব্র সংঘাত অব্যাহত আছে। বিএনপি পিআর পদ্ধতির বিরোধী; তারা বলছে, বর্তমান বাস্তবে পিআর কার্যকর করলে স্থানীয় নেতৃত্বের বিকাশ ব্যাহত হবে এবং সেটি অপ্রয়োজনীয় জটিলতা তৈরির কারণ হতে পারে। বিএনপি নেতারা দাবি করেছেন, নির্বাচন হওয়ার ক্ষেত্রে নিয়ম-বিধি ও নিরাপত্তা নিশ্চিত হলে তারা প্রস্তুত থাকবে, কিন্তু পিআর নিয়ে চাপ রাজনীতিকে আরও খণ্ডিত করতে পারে—এই ব্যাখ্যাই তাদের স্থির অবস্থান নির্দেশ করে। জামায়াত এবং কয়েকটি ইসলামি ঐক্য...