কোন বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ না করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আপনারা কোন বিশেষ দলের হয়ে কাজ করবেন না, নিজেকে রাজনৈতিক দলের কর্মী ভাববেন না। আজ রোববার ৭ সেপ্টেম্বর রাজধানীর রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। একই সাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে নির্দেশ জানিয়েছেন তিনি। তিনি বলেন, আমরা কাজকর্মে যত স্বচ্ছ থাকবো, সাধারণ জনগণের কাছে তত আস্থা অর্জন করতে পারবো। আসন্ন নির্বাচন শান্তি ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং অতীতের বাজে নির্বাচন ভুলে গিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপনের ওপর জোর দেন তিনি। অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গে স্বরাষ্ট উপদেষ্টা বলেন, অপারেশন ডেভিল...