জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের কোন চ্যালেঞ্জ নয়, এটি বর্তমান সময়ের কঠিন বাস্তবতা। দেশে বেকারত্বের উচ্চহার ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠার মতো বিকল্প পথ খুঁজে নেওয়া জরুরি, যেন তারা নিজেদের জীবিকাকে সুরক্ষিত রাখার পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিসংখ্যানে দেখা যায়, দেশের ২ কোটি ৬৭ লাখ ৬০ হাজার তরুণ শ্রমশক্তির মধ্যে ৭ দশমিক ২ শতাংশ বা প্রায় ১৯ লাখ ৪০ হাজার তরুণ বেকার। ‘প্রজেক্ট রিফ্লেকশনস অ্যান্ড ইয়ুথ এন্টারপ্রেনারশিপ ফেয়ার’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। রোববার ৭ই সেপ্টেম্বর ঢাকার ব্র্যাক সেন্টারে ব্র্যাক ও টিকটক যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটির মাধ্যমে শেষ হয় ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম ফর ইয়ুথ-লেড বিজনেসেস’ প্রকল্পের। এক বছরের এই পাইলট উদ্যোগে দেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ রাজশাহী, রংপুর,...