জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ছাত্র ইউনিয়ন সমর্থিত ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এটাকে অবৈধ ও নিয়মবহির্ভূত দাবি করে প্রার্থিতা ফেরত চেয়েছেন প্যানেলের প্রার্থীরা। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেলের নেতারা এ দাবি করেন।আরো পড়ুন:ডাকসু: ঢাবি শিক্ষার্থীর নানির বাড়িতে বেরোবি ছাত্রদলের আহ্বায়ককুবিতে সমাবর্তন ৭ ডিসেম্বর ডাকসু: ঢাবি শিক্ষার্থীর নানির বাড়িতে বেরোবি ছাত্রদলের আহ্বায়ক তারা অভিযোগ করে বলেন, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আটদিন পর প্রার্থিতা বাতিলের এই সিদ্ধান্ত অবৈধ, নিয়মবহির্ভূত ও ষড়যন্ত্রমূলক। এর পিছনে ভিপি পদপ্রার্থী আব্দুর রশিদ জিতু সংশ্লিষ্টতা রয়েছে। এর কারণ হিসেবে তারা বলেন, ২০২৩ সালে শেখ মুজিবের গ্রাফিতি মোছায় অমর্ত্য রায়কে বহিষ্কারের দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা এনামের অনশনের সঙ্গে সংহতি জ্ঞপন...