বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক আমিন আল আমিনের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট চাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এর আগে, ডাকসুর ভোটারদের কাছে অযাচিত ভোট চেয়ে খুলনার এক ছাত্রদল নেতা বহিষ্কার হয়। এবার বেরোবি ছাত্রদল নেতার এ ভিডিও ভাইরাল হওয়ায় নানা আলোচনার জন্ম দিয়েছে।আরো পড়ুন:কুবিতে সমাবর্তন ৭ ডিসেম্বরজাকসু নির্বাচন: ছাত্র ইউনিয়ন সমর্থিত প্রার্থীর প্রার্থিতা বাতিল জাকসু নির্বাচন: ছাত্র ইউনিয়ন সমর্থিত প্রার্থীর প্রার্থিতা বাতিল শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বেরোবি শাখা ছাত্রদলের আহ্বায়ক ও রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আল আমিন তার নেতাকর্মীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোয়ার নামে এক শিক্ষার্থীর নানির বাড়ি ভোট চাইতে হাজির হন। ভোট চাওয়ার ভিডিও আল আমিন নিজেই ফেসবুকে পোস্ট করেন। এরপর ওই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়।...