ফেনীর তিনটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৩ লাখ ২০ হাজার ৭৮৩ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলায় ভোটার ছিল ১২ লাখ ৩৯ হাজার ৯৩৫ জন। গত নির্বাচনের চেয়ে বর্তমানে ৮০ হাজার ৮৪৮ জন ভোটার বেড়েছে। রোববার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করে জানান, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে। সেক্ষেত্রে ভোটার সংখ্যা আরও বাড়তে পারে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলাইয়া) সংসদীয় আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ৮৭০ জন। এর মধ্যে ছাগলনাইয়া উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৭৬ হাজার ৩৩৩ জন, ফুলগাজীতে ১ লাখ ১১ হাজার ৪৩৫ জন এবং পরশুরামে ৯৪ হাজার ১০২ জন। ফেনী-২ (সদর) আসনে মোট ভোটার ৪ লাখ ৩৫ হাজার ২৩৫...