যশোরের বেনাপোল স্থলবন্দরে ভারতীয় কাঁচামরিচবোঝাই ট্রাক থেকে একটি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। রোববার দুপুর বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে ৪৯ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা হলেন—ট্রাকচালক গুরজীত সালুজা ও হেলপার রাম দাস নাওয়াদি। তারা দুজনই ভারতের মধ্যপ্রদেশের বিতুল জেলার বাসিন্দা। যশোর–৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ভারত থেকে কাঁচামরিচবাহী ট্রাকটি বাংলাদেশে প্রবেশের সময় তল্লাশিকালে চালকের...