চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম (হাটহাজারী মাদ্রাসা) নিয়ে ফেসবুকে ছবি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সুন্নি ও কওমি আকিদার লোকজনের মধ্যে এই সংঘর্ষ শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ২টা পর্যন্ত চলমান ছিল। দুপক্ষের ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনায় কমপক্ষে দেড় শতাধিক লোকজন আহত হয়েছেন। দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে শনিবার সন্ধ্যা ৭টা থেকে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি ও চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে দিবাগত রাত ২টার পর সড়ক থেকে লোকজনকে সরিয়ে নেওয়ায় যান চলাচল শুরু হয়। রবিবার সকাল থেকেও যান চলাচল করছে। স্থানীয়রা জানান, আজ স্বাভাবিকের চেয়ে কম যানবাহন চলাচল করছে। হাটহাজারী বাস স্টেশনসহ সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনীর টিম। মাঠে আছে আর্মড পুলিশ, জেলা পুলিশসহ র্যাব। সংঘাত এড়াতে শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে...