নারায়ণগঞ্জকে মেট্রোরেল প্রকল্পে যুক্ত করার দাবিতে ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের আয়োজনে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শহরের প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্যে মহানগর যুবদলের সাবেক সভাপতি ও ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, নারায়ণগঞ্জ একটি জনবহুল ও বাণিজ্যিক এলাকা। এই এলাকার জীবনযাত্রা উন্নয়নে মেট্টোরেলের সঙ্গে নারায়ণগঞ্জকে যুক্ত করার বিকল্প নেই। নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন, বারবার আমরা নারায়ণগঞ্জে মেট্রোরেলের দাবি জানিয়ে আসলেও মন্ত্রণালয় থেকে বারবার বলা হয় এখানে মেট্রোরেল করা হলে লাভজনক হবে না। মেট্রোরেল শুধু লাভের জন্য নয়, মানুষকে সেবা দেওয়ার জন্য করা হয়। নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন তিন লাখেরও বেশি মানুষ ঢাকায় যাতায়াত করে থাকেন। তাহলে তারা কোন যুক্তিতে...