ব্যক্তিগত সম্পত্তি দখল ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। মানিকগঞ্জ:মানিকগঞ্জে ব্যক্তিগত সম্পত্তি দখল, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন এবং মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফ।শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আলী আশরাফ অভিযোগ করে বলেন, গত ৩০ আগস্ট একটি স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন বক্তব্য দিয়ে মানববন্ধন করে। অথচ এই মহলটি ২০২৩ সালের জানুয়ারিতে তাঁর পারিবারিক রাস্তায় বালু ফেলে টিনের বেড়া তুলে চলাচলের পথ বন্ধ করে দেয়। বিষয়টি সমাধানের জন্য তিনি পৌরসভার মেয়রের কাছে লিখিত আবেদন করলে প্রতিপক্ষ ক্ষুব্ধ হয়ে ওঠে।তিনি দাবি করেন, এরপর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, মো....