জাকসু নির্বাচনের মাত্র চার দিন আগে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিলের তীব্র প্রতিবাদ জানিয়েছে প্যানেলটি। অন্যান্য প্যানেলের কয়েকজন প্রার্থীও এর প্রতিবাদ জানিয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিলের ঘোষণা দেয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ — জাকসুর গঠনতন্ত্রের ৪ ও ৮ ধারার বরাত দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন অমর্ত্য রায়কে ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা করেছে। ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেল একে ‘সম্পূর্ণ অবৈধ, পক্ষপাতদুষ্ট এবং ষড়যন্ত্রমূলক’ বলছে। এর প্রতিবাদে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেল জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে প্যানেলের পক্ষ থেকে বলা হয়, ‘চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আট দিন পর এই সিদ্ধান্ত নির্বাচনী প্রক্রিয়াকে বিতর্কিত করার একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা’। ১. *ভোটার ও প্রার্থী তালিকায় অনিয়ম:* ১৭ আগস্ট প্রকাশিত প্রাথমিক...