বর্তমানে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে রয়েছেন জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হন তিনি, আর এই ঘটনা ঘিরেই উঠে আসে তার অতীতের নানা প্রসঙ্গ। এর মধ্যে অন্যতম ছিল চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি-এর সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলোচনাগুলো। অনেকেই মনে করতেন, আফ্রিদি ও দীঘির সম্পর্ক শুধুই বন্ধুত্বের বাইরে কিছু। এমনকি ভক্তদের একাংশ ধরে নিয়েছিলেন, ভবিষ্যতে হয়তো এই জুটি বিয়েও করবেন। তবে বর্তমানে জানা গেছে, তৌহিদ আফ্রিদি বিবাহিত এবং তার স্ত্রী অন্তঃসত্ত্বা। সাম্প্রতিক এই আলোচনার প্রেক্ষিতে অবশেষে মুখ খুলেছেন দীঘি। এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে তৌহিদের সঙ্গে আমার কোনো যোগাযোগই নেই। দীঘি জানান, তাদের পরিচয় হয়েছিল একটি টেলিভিশন অনুষ্ঠানে। মাই টিভির একটা প্রোগ্রামে সে অ্যাংকর ছিলো। ওখান থেকেই প্রথম দেখা,...