বেনাপোল বন্দরে ভারতীয় আমদানি পণ্যবোঝাই ট্রাক থেকে একটি এয়ার পিস্তল ও গুলি উদ্ধারের খবর জানিয়েছে বিজিবি। রোববার দুপুরে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে অস্ত্রটি উদ্ধারের সময় ট্রাক চালক ও তার সহকারীকে আটক করা হয় বলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন। আটকরা হলেন- ভারতের মধ্যপ্রদেশের বিতুল জেলার চন্দ্র শিকড় ওয়ার্ড এলাকার বাসিন্দা জাস পাল সালুজার ছেলে ট্রাক চালক গুরুজিত সালুজা ও একই এলাকার চালকের সহকারী রাম দাস নাওয়াদি। লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “আমদানি বা রপ্তানি করা পণ্যবাহী ট্রাকের মাধ্যমে যাতে কোন অস্ত্র বা মাদক বহন না হয় সেজন্য সন্দেহভাজন ট্রাকে তল্লাশি করা হয়। “রোববার কাঁচা মরিচবোঝাই একটি ভারতীয় ট্রাক তল্লাশি করে...