অনাবাসিক শিক্ষার্থীরা ভোট না দিলে স্বাধীনতাবিরোধীরা একটা পোস্টেও (পদেও) জিতে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মেঘমল্লার বসু। রবিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অনাবাসিক শিক্ষার্থীদেরকে উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যাকে খুশি তাকে ভোট দিন, তবে প্লিজ ৯ তারিখে ভোট দিতে আসুন। আপনারা ভোট দিতে এলেই গোটা ইকুয়েশন বদলে যাবে। যে সমীকরণ করা হচ্ছে তা কিছু দাঁড়াবে না। এখানে স্বাধীনতাবিরোধীরা একটা পদেও জিতে আসতে পারবে না। আপনারা শুধু আপনাদের উপস্থিতি নিশ্চিত করুন। ভোটটা দিয়ে যান।’ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যারা আমাকে ভোট দিবেন না তারা তো দিবেনই না, তাদের নতুন করে বলার কিছুই নাই। কিন্তু অনেক মানুষ আছেন যারা...