অভিনয় ও ফ্যাশন দুটি ভিন্ন জগৎ হলেও নিখুঁতভাবে এই দুই ক্ষেত্রেই নিজের স্বকীয় ছাপ রেখে চলেছেন বাঙালি কন্যা নিকিতা দত্ত। রূপালি পর্দা দিয়ে যাত্রা শুরু করলেও নিজের সত্যিকারের পরিচিতি তিনি গড়ে তুলেছেন টেলিভিশন ও ওটিটি দুনিয়ায়। চরিত্রের গভীরে ঢুকে সাবলীল অভিনয়ে দর্শককে মুগ্ধ করে তিনি ক্রমেই হয়েছেন আলোচনার অংশ। ছবি: ইনস্টাগ্রাম থেকে ‘ড্রিম গার্ল’ ধারাবাহিকে তার মেধাবী অভিনয় দর্শকের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলেছে। ‘কবির সিং’-এ তার স্বল্প উপস্থিতিও আলাদা করে নজর কাড়ে, আর ‘দ্য বিগ বুল’ এ তো তিনি একেবারেই অন্যরকম! চলতি বছর নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ‘জুয়েল থিফ’ এ সাইফ আলি খান ও জয়দীপ আহলাওয়াতের সঙ্গে স্ক্রিন শেয়ার করে তিনি আবারও প্রমাণ করেছেন তিনি রয়ে যান আলোচনার শীর্ষে, সবসময়। ১৯৯০ সালের নভেম্বরে নয়াদিল্লিতে জন্ম নেওয়া এই অভিনেত্রীর শৈশব কেটেছে মুম্বাইয়ের চেনা-অচেনা...