এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইকবালের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। ইকবালের সহকর্মী রতন পলাতক থাকায় এই হত্যাকাণ্ডের সঙ্গে তার জড়িত থাকার ব্যাপারে সন্দেহ করা হচ্ছে। তাকে আটক করা গেলে হত্যার রহস্য উন্মোচন করা সহজ হবে। তবে ফিলিং স্টেশনের টাকাপয়সা খোয়া গেছে কি না এ ব্যাপারে এখনও নিাশ্চত হওয়া যায়নি। অপরদিকে শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে শহরের তেলিপুকুর এলাকার একটি ধানক্ষেত থেকে শাকিল খন্দকার (৪১) নামের একজন ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাকিল সদর উপজেলার ছিলিমপুর এলাকার বাকিবুল্লাহ খন্দকারের ছেলে। স্থানীয়রা ধানক্ষেতে তার লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, তেলিপুকুর এলাকায় বালু ব্যবসা ও...