‘দেখা যাবে, দেখা যাবে’- এভাবে তিন দশকেও আরএকসঙ্গে কোনো সিনেমায় দেখা যায়নি বলিউডের তিন খানকে। মাঝখানে বলিউডের অনেক নির্মাতাই তাদেরকে সিনেমা নির্মাণের ইচ্ছে পোষণ করলেও তার কোনো বাস্তবায়ন হয়নি। শেষমেশ শাহরুখপুত্র আরিয়ান খানের প্রচেষ্টায় এক ছাতার নিচে আসলেন আমির, শাহরুখ ও সালমান খান। তিন খানের অনুরাগীদের মধ্যেই বিষয়টি নিয়ে চলছে নানা জল্পনা। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়েছে। শুটিংয়ে ক্যামেরার পেছন থেকে তোলা সেই ছবিতে দেখা যায়, সেটে একটি মেক আপ ভ্যান রাখা।সেই ভ্যানের গায়ে লেখা শাহরুখ, সালমান ও আমির খাসনের নাম। ছবি প্রকাশ্যে আসতেই প্রশ্ন ওঠে, এবার কি তিন খানকে সত্যিই একসঙ্গে দেখা যাবে? নেটাগরিক মন্তব্য করেন, ‘বহু দিনের স্বপ্ন তিন খানকে একসঙ্গে দেখার। মনে হচ্ছে, অবশেষে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। কিন্তু কোন ছবিতে?’ তাদের ধারণা, আরিয়ান খান...