শিশু পৃথিবীর বুকে পা রাখার পর থেকেই প্রতিটি মায়ের বিভিন্ন বিষয়ে দুশ্চিন্তা শুরু হয়। বিশেষ করে যারা প্রথমবার মা হন, তারা অনেক সময়েই সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেন না, কখন কী করা উচিত। তাই অনেকেই প্রশ্ন করেন, কত দিন বয়সে শিশুর চুল ফেলতে হবে, কখন ফেলতে হবে হাত-পায়ের নখ। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. ফারাহ দোলা জাতীয় দৈনিকে প্রকাশিত তার একটি নিবন্ধতে বিস্তারিত জানিয়েছেন।জন্মের পরপরই চুল ফেলে দিতে হবে?ডা. ফারাহ জানান, অনেকেই মনে করেন, শিশুর জন্মের পরপরই তার চুল ফেলে দিতে হবে। কারণ, মায়ের গর্ভে থাকাকালে শিশুর চুলে যে আঠালো পদার্থ লেগে থাকে, অনেকের মতে তা অপবিত্র এবং পরিচ্ছন্ন হতে হলে জন্মের পরই শিশুর চুল কাটা উচিত। কিন্তু ওই আঠালো পদার্থ আসলে বাইরের বিরূপ আবহাওয়া থেকে নবজাতককে রক্ষা...