প্রখ্যাত লেখক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদ বদরুদ্দীন উমরের মরদেহ আগামীকাল সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে বদরুদ্দীন উমরের ছেলে সোহেল আব্দুল্লাহ এ তথ্য জানান। তিনি বলেন, ‘আজ দুপুর সোয়া ১২টার দিকে তার মরদেহ লাশবাহী ফ্রিজিং গাড়িতে বাসায় নিয়ে যাওয়া হয়। সোমবার সকাল ১০টায় বাবার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। পরে জুরাইন কবরস্থানে দাদার কবরের পাশে সমাহিত করা হবে বাবাকে।’এর আগে রোববার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মৃত্যুবরণ করেন বরেণ্য বুদ্ধিজীবী, লেখক, গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশাজীবনের শুরু করেন বদরুদ্দীন উমর। পরবর্তীকালে...