ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে কেন্দ্রীয় সংসদে প্রত্যেকটিতে এবং হল সংসদে অধিকাংশ পদেই প্রার্থী দিয়েছে ছাত্রদল। এরপরও বেশকিছু ছাত্রদল নেতা স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন। তাদের প্রার্থিতা প্রত্যাহারের সর্বশেষ সুযোগ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।আরো পড়ুন:রাকসুতে ছাত্রদলের প্যানেলে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়ডাকসু নির্বাচন: ভোটের দিন থাকবে বিশেষ শাটল সার্ভিস রাকসুতে ছাত্রদলের প্যানেলে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় রবিবার (৭ সেপ্টেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক ‘সর্বশেষ সতর্কীকরণ’ শীর্ষক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সুযোগের কথা জানিয়েছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ডাকসুতে ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদ এবং হল সংসদের প্যানেলগুলো ছাড়া ছাত্রদল যেসব নেতাকর্মী অদ্যবধি নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করেননি, তাদের এই সতর্কীকরণ...