জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল আট দফা ইশতেহার ঘোষণা করেছে। ছাত্রদল তাদের ইশতেহারে ক্যাম্পাসের মৌলিক সমস্যা সমাধানের পাশাপাশি আধুনিক ও গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় গড়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইশতেহারের ৮টি দফা হলো: আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা: বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) বৃদ্ধি, গবেষণা সুবিধা উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রকাশনা সংস্থা সচল করার মাধ্যমে শিক্ষাবান্ধব ও বৈচিত্র্যময় ক্যাম্পাস গড়ে তোলা। পরিকল্পিত আবাসন ও উন্নতমানের খাবার: হলগুলোতে স্বচ্ছ ব্যবস্থাপনা এবং পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা, যেসব হলে ডাইনিং নেই সেখানে তা চালু করা। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা: যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর করা, সন্ধ্যা আইনের মতো বৈষম্যমূলক নিয়ম বাতিল এবং নারীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গণ নিশ্চিত করা। মানসম্মত স্বাস্থ্যসেবা: ২৪ ঘণ্টা চিকিৎসা কেন্দ্র ও স্বাস্থ্যবিমা কার্যকর করা, নাপা...