০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪২ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪২ পিএম চার দফা দাবি আদায়ে আন্দোলন করায় চারজনকে সাময়িক বরখাস্তের ঘটনায় সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারী গণছুটিতে! ফলে ভেঙে পড়েছে গ্রাহক সেবা। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ এর ৬৯০ জন কর্মকর্তা -কর্মচারীগণের মধ্যে ৯৫ ভাগ ইতোমধ্যে অনির্দিষ্টকালের ছুটির আবেদন লিখে কর্মস্থল ত্যাগ করেছেন। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মকর্তা বলেন, পল্লী বিদ্যুৎ এর সিস্টেম সংস্কার এবং আরইবির শোষণ নিপীড়ন থেকে মুক্তির দাবিসহ ৪ দফা দাবিতে নেত্রকোনার পল্লী বিদ্যুৎ উন্নয়ন সমিতির কর্মকর্তা কর্মচারীরা গত ৫ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করেন। কিন্তু এ সকল দাবির প্রেক্ষিতে নেত্রকোনার এজিএম প্রশাসন ও এইচ আরকে সাময়িক বরখাস্ত করে জোরপূর্বক পটুয়াখালীতে সংযুক্ত করেন। এরপর বৃহস্পতিবার আরো তিনজনকে সাময়িক বরখাস্ত করেন।...