০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০১ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০১ পিএম খুলনা মহানগরীতে প্রবেশের প্রধান তিনটি সড়ক দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ এই তিনটি সড়কের ভাঙাচোরা, গর্তযুক্ত ও ঝুঁকিপূর্ণ অবস্থা জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। প্রতিদিন এসব সড়ক ব্যবহার করে খুলনায় প্রবেশ করছে শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন। তবে চলার সময় তাদেরকে হেলে-দুলে, কখনও ধীরগতিতে আবার কখনও জীবন ঝুঁকি নিয়ে অতিক্রম করতে হচ্ছে সড়কগুলো। মোস্তফার মোড় থেকে রায়েরমহল (২ কিমি), খানজাহান আলী সেতু থেকে রূপসা ট্রাফিক মোড় পর্যন্ত শিপইয়ার্ড সড়ক (প্রায় ৪ কিমি) এবং সোনাডাঙ্গা বাইপাস সড়ক (২.১৬ কিমি) এই তিন প্রবেশপথের সড়ক দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দুরবস্থার মূল কারণ হিসেবে দায়ী করা হচ্ছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ), খুলনা...