বগুড়ার শেরপুর থানা হেফাজত থেকে চুরি ও মাদকসহ তিনটি মামলার আসামি রাব্বি মিয়া (২৭) পালিয়ে যাওয়ার ২৩ ঘণ্টা পর পুনরায় গ্রেপ্তার হয়েছেন। গতকাল রবিবার ভোর সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাজার এলাকায় তার খালার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আবার শেরপুর থানা-পুলিশের হেফাজতে আনা হয়েছে। গ্রেপ্তার হওয়া রাব্বি শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর কলোনি গ্রামের ফরজ আলীর ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, রাব্বি মিয়া একজন দুর্ধর্ষ চোর এবং তার বিরুদ্ধে চুরি ও মাদকসহ তিনটি মামলা রয়েছে। গত ২৯ জুলাই ভবানীপুর ইউনিয়নের একটি বাড়িতে সংঘটিত চুরির ঘটনায় রাব্বি মিয়াকে গত শনিবার গাজীপুরের কালিয়াকৈর মৌচাক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে শেরপুর থানার নারী, শিশু, বয়ষ্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের একটি কক্ষে রাখা হয়েছিল। রবিবার সকাল সাতটার দিকে...