সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আপত্তিকর ভিডিও’ পোস্ট করা নিয়ে চট্টগ্রামের হাটহাজারীতে রাতভর দুই পক্ষের উত্তেজনা বর্তমানে শান্ত রয়েছে সেখানকার পরিস্থিতি। রাতে ১৪৪ ধারা জারির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে সেনাবাহিনী। তবে আজ রোববার বিকাল ৩টার পর ১৪৪ ধারা তুলে নেয় প্রশাসন। এর আগে, সন্ধ্যা থেকে জুলুস থেকে আসা সুন্নিপন্থী ও কওমি পন্থীদের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে। দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে ঢিল–ছোড়াছুড়ি অভিযোগ করে। একপর্যায়ে শিক্ষার্থী ও কওমি লোকজন হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। পরে আইনশৃঙ্খলা অবনতি শঙ্কায় রাত ১০টার দিকে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মুবিন ১৪৪ ধারা জারির নির্দেশ দেন। হাটহাজারীর মীরেরহাট থেকে ১১ মাইল এবং উপজেলা গেট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত আজ বিকাল তিনটা...