বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন কেবল ভোটগ্রহণের প্রক্রিয়া নয়, বরং জনগণের বিশ্বাসের প্রতিফলন। এই নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখা পুলিশের জন্য এক ধরনের ‘ঐতিহাসিক পরীক্ষা’। রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। আইজিপি বাহারুল আলম বলেন, ‘বর্তমানে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো জাতীয় নির্বাচন। এটি শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন নয়, বরং গণতন্ত্রের শেকড়কে আরো দৃঢ় করার এক সুযোগ। নির্বাচনের সময় প্রায় দেড় লাখ পুলিশ মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। তাদের প্রতিটি কার্যক্রম জাতীয় ও আন্তর্জাতিকভাবে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।’ তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা কেবল আইন-কানুন শেখার মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, বরং চাপের মধ্যেও নিরপেক্ষ থাকা, সংঘাত এড়িয়ে...