ডাকসু নির্বাচনে আর বাকি ১ দিন। আগামী মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর এক দিন আগে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের কাছে বিশেষ আরজি পেশ করেছেন বাম জোট সমর্থিত প্রতিরোধ পর্ষদের জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসু। তিনি বলেছেন, ‘আপনারা ভোট দিতে আসুন, তাহলেই সমীকরণ বদলে যাবে।’ তিনি আজ সংবাদ সম্মেলনে জগন্নাথ হল ও নারীদের ৫টি হলের শিক্ষার্থীদেরকে বলেন, ‘আমি আমার জগন্নাথ হলের ভাইদের, পাঁচটা হলের বোনদের মনে করিয়ে দিতে চাই, আপনারাও মনে রাখুন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী সংসদ আছে, সেখানে বসে কারা নারীদের মোরাল পুলিসিং করত। আমি মনে করিয়ে দিতে চাই যে কারা অ্যাডভোকেট আলিফের মৃত্যুর পর জগন্নাথ হলের পাশ দিয়ে মিছিল দিয়ে গেছে ‘দিল্লি যাদের মামা বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি’, আপনারা আপনাদের দুঃখ, গ্লানিগুলো মনে রাখুন।’ তবে...