৪০ বছর বয়সেও পর্তুগালের গোলমেশিন ও বিশ্ব ফুটবলের অন্যতম বড় কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো যেন থামার নামই জানেন না। ৬ সেপ্টেম্বর ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে আর্মেনিয়ার বিপক্ষে জোড়া গোল করে ক্যারিয়ারের গোলসংখ্যা দাঁড় করিয়েছেন ৯৪২-এ। ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তিনি আগেই হয়েছিলেন, তবে এখন সামনে আরেকটি অবিশ্বাস্য মাইলফলক—হাজার গোলের স্বপ্ন।আর কত লাগবে?হাজার গোল ছুঁতে রোনালদোর দরকার আর মাত্র ৫৮ গোল। প্রথম দেখায় সংখ্যা হয়তো বড় মনে হতে পারে, কিন্তু রোনালদোর সাম্প্রতিক ফর্ম বলছে, এটি অসম্ভব নয়। গত মৌসুমে (২০২৪/২৫) তিনি করেছেন ৪৩ গোল। চলতি মৌসুমে (২০২৫/২৬) সেপ্টেম্বর পর্যন্তই গোল করেছেন ৫টি।অর্থাৎ প্রতি মৌসুমে যদি গড়ে ২৫–৩০ গোল করেও যান, তবে আগামী ২ থেকে ৩ মৌসুমের মধ্যেই হাজার গোল স্পর্শ করা সম্ভব। তবে এক্ষেত্রে বড় প্রশ্ন থেকে যাচ্ছে বয়সের।বিশ্ব রেকর্ড গড়তে মেসিকে পেছনে...