রবিবার ৭ সেপ্টেম্বর দিবাগত রাত থেকে পানছড়ি ও পার্শ্ববর্তী উজান এলাকায় টানা ভারী বর্ষণের পর চেঙ্গি নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নিচু এলাকায় প্রবাহিত হয়। এতে হঠাৎ করেই বিপাকে পড়েন খাগড়াছড়ি শহর ও শহরতলীর বাসিন্দারা। স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ পানি বাড়তে শুরু করে। দ্রুত ঘরে পানি ঢুকে আসবাবপত্রসহ গৃহস্থালির জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়। এতে কয়েকশ পরিবার পানিবন্দি হয়ে পড়ে। শহরের নিচের বাজার এলাকার ব্যবসায়ীরা জানান, সকালে দোকানে এসে দেখেন নদীর পানি দোকানের কাছে চলে আসছে। মালপত্র গুছিয়ে আনার আগেই দোকানে পানি ঢুকে গেছে। মেহেদীবাগ এলাকা পানিতে তলিয়ে আছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের...