চলতি বছরের আগস্ট মাসে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.২৯ শতাংশ, যা জুলাই মাসে ছিল ৮.৫৫ শতাংশ।তবে আগস্টে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য প্রকাশ করে। বিবিএসের তথ্য মতে, আগস্টে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি হয়েছে ৭.৬০ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৭.৫৬ শতাংশ। যদিও হারের পার্থক্য কম, তবে খাদ্যপণ্যের দাম এখনো বাড়তির দিকেই রয়েছে। গত বছর এ সময় খাদ্য মূল্যস্ফীতি ছিল ১১.৩৬ শতাংশ, অর্থাৎ এক বছরে কিছুটা নিয়ন্ত্রণে এলেও বাজারে দাম এখনো অনেক বেশি। এদিকে খাদ্য...