নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আইনগতভাবে সংসদীয় সীমানা পরিবর্তনের আর সুযোগ নেই। নির্বাচন কমিশন প্রকাশিত সংসদীয় আসনের সীমানার চূড়ান্ত তালিকা নিয়ে আইন অনুযায়ী কোনো আদালত বা কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তেলার কোনো সুযোগ নেই। বিক্ষোভ-আন্দোলন করেও কোনো লাভ হবে না। রোববার (৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। গত বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হয়। এ সীমানায় ভোট হবে এবার। এদিকে সীমানা পরিবর্তনের ফলে ফরিদপুর, বাগেরহাটে আন্দোলন হচ্ছে অন্যদিকে গাজীপুরেও আনন্দ মিছিল হচ্ছে এই বিষয়ে প্রশ্ন করা হলে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, যারা আন্দোলন করছে এটা তাদের বিষয়। এই বিষয়ে কমিশনের কিছু বলার নেই। আন্দোলন করে লাভ নেই। আন্দোলন করে সীমানা পরিবর্তন করা যাবে? এমন প্রশ্নে ইসি বলেন, ‘আইনের...