আজ (রবিবার) বেলা ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান রাকসু নির্বাচনের এই প্যানেল ঘোষণা করেন। এসময় ছাত্রদলের কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান জানান, ছাত্রদলের প্যানেল ঘোষণার মাধ্যমে রাকসু নিয়ে সকল অস্বস্তি দূর হয়েছে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন শিক্ষার্থীরা এ প্যানেল নিয়ে ক্যাম্পাসে উচ্ছ্বাস প্রকাশ করবে। এছাড়া, রাকসুর আগে ডাবল মাস্টার্সের ইস্যু নিয়ে প্রশ্ন করা হলে আমান বলেন, দেখেন ছাত্র সংসদ নির্বাচনের সাথে ডাবল মাস্টার্সের কোনো সম্পর্ক নেই। এখানে ছাত্রদলের জুলাই যোদ্ধারা তাদের শিক্ষাজীবন বাধাগ্রস্ত হওয়ায় প্রশাসনের কাছে আবেদন করেছে। এ বিষয়টির সাথে রাকসুর সম্পর্ক নেই। আপনারা দেখতেই পাচ্ছেন, আমার পাশে শাখা ছাত্রদলের সভাপতি-সেক্রেটারি উপস্থিত আছে। আমরা রাকসু ও হল সংসদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছি। ছাত্রদল মনোনীত এই প্যানেলে আরও লড়বেন ক্রীড়া সম্পাদক...