সাতক্ষীরা:সাতক্ষীরার কুখ্যাত সন্ত্রাসী ও সাবেক যুবলীগ নেতা কোপা মাসুদ জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর ছত্রছায়ায়—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।গত বুধবার রাতে সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজার থেকে যৌথবাহিনী কোপা মাসুদ ও দুই সহযোগীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে চাপাতি ও মাদক জব্দ হয়। তার বিরুদ্ধে সদর থানায় চাঁদাবাজি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের খবরে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।জনৈক রোজী জামানের ফেসবুক আইডি থেকে আপলোড করা ভিডিওতে দেখা যায়, জেলা বিএনপির সদস্য সচিব ডাবলুর সঙ্গে কোপা মাসুদ যাচ্ছেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়। তবে ডাবলু দাবি করেন, “কোপা মাসুদ বিএনপির কেউ না, তার সঙ্গে আমার কোনো সম্পর্কও নেই।”নিউজজি/নাসি সাতক্ষীরা:সাতক্ষীরার কুখ্যাত সন্ত্রাসী ও সাবেক যুবলীগ নেতা কোপা মাসুদ জেলা বিএনপির...