শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার মাহবুব খান সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার পাইকসা গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। জানা গেছে, রংপুরের মিঠাপুকুর থেকে ফরিদপুরের টেকেরহাটগামী মুরগির খাদ্য বোঝাই দুটি ট্রাকের একটির চাকা পাংচার হলে চালক বগুড়া- নাটোর মহাসড়কে পারতেখুর নামক স্থানে ট্রাক থামান। তখন মোটরসাইকেলযোগে তিনজন এসে অস্ত্রের মুখে দুই ট্রাকের চালক ও হেলপারের কাছ থেকে ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়। চালকের চিৎকারে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুই ডাকাত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। মাহবুব খান মোটরসাইকেল উঠতে না পেরে ধানক্ষেতে দৌড় দেয়।...