ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার মোহাম্মদ জসীম উদ্দিন নির্বাচনে কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) সিনেট ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, কোনো গুজবে কান দেবেন না। আমরা সতর্ক আছি। জাল ভোটার তৈরি হচ্ছে। জাল ভোটার যাতে ভোট দিতে না পারে এ জন্য কমিশন সতর্ক আছে। ধরা পড়লে সরাসরি পুলিশে দেওয়া হবে।তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে কোনো চাপ নেই, নির্বাচন নিয়ে কেউ চাপ দিচ্ছে না। রাজনৈতিক নেতারা ভোট চেয়েছেন, এমন অভিযোগ কমিশনে আসেনি। এতে ভোটে প্রভাব পড়বে না।এ সময় তিনি শিক্ষার্থীদের সুবিধার জন্য বুথের সংখ্যা ১০০টি বাড়িয়ে ৮১০টি করা হয়েছে বলেও জানান। উল্লেখ্যে, ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে এবং নির্বাচনকে আরও সুষ্ঠু করতে দ্বিতীয় দফায়...