গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত ছয় বছরের শিশু হিন্দ রজবকে নিয়ে নির্মিত ডকুড্রামা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে দ্বিতীয় সেরা সিনেমার পুরস্কার পেয়েছে। সিএনএন বলছে, এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবে সবচেয়ে আলোচিত সিনেমা হল ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’। গেল বুধবার সিনেমাটির প্রিমিয়ারের পর ২৩ মিনিট ধরে দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন দর্শকরা। করতালিতে মুখর হয়ে ওঠে ভেনিস উৎসব। অনুষ্ঠানস্থলে গাজার শিশুদের প্রতি সমর্থন জানানো হয়। অনেকেই ভেবেছিলেন ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ জিতবে সর্বোচ্চ পুরস্কার। সিনেমাটি বানিয়েছেন ফরাসি-তিউনিসীয় নির্মাতা কাওথের বেন হানিয়া। পুরস্কার হাতে নিয়ে হানিয়া বলেন, “হিন্দ রজবের গল্প কেবল এক শিশুকন্যার নয়। বরং দুঃখজনকভাবে গণহত্যার শিকার সমগ্র একটি জাতির কাহিনী।” হানিয়া আরও বলেন, “এই সিনেমাটি রজবকে ফিরিয়ে আনতে পারবে না, তার ওপর চালানো বর্বরতাও মুছে দিতে পারবে...