অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আরেক উপপরিচালক মাহবুবুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে বরখাস্তের প্রজ্ঞাপন গত ৪ সেপ্টেম্বর জারি করা হলেও রোববার তা সামনে এসেছে। এর আগে ১৭ জুলাই উপপরিচালক কমলেশ মন্ডল এবং ৬ অগাস্টে উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশকে সাময়িক বরখাস্ত করে কমিশন। মাহবুবুল আলমকে বরখাস্তের বিষয়ে বলা হয়েছে, তার বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ গ্রহণ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। প্রজ্ঞাপনে বলা হয়, “সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে মাহবুবুল আলমের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়া, তদন্ত থেকে দায়মুক্তির বিনিময়ে আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল ও প্রশাসনিক কর্মকর্তার কাছ থেকে কোটি টাকা গ্রহণ, এসেনসিয়াল ড্রাগসের ব্যবস্থাপনা পরিচালকের কাছ থেকে ১০ কোটি টাকা নেওয়া এবং নিজ নামে, স্ত্রী ও মায়ের নামে জমি ও...