২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠার পর থেকে অসংখ্য ফিচার যুক্ত হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে পুরোনো ফিচার বিদায় নিয়েছে। এবার তেমনই একটি জনপ্রিয় ফিচার ফিরিয়ে আনছে ফেসবুক। যা ব্যবহারকারীদের স্মৃতিকাতর করে তুলবে। ফেসবুকের একসময়কার জনপ্রিয় ফিচার ‘পোক’। মনে আছে নিশ্চয়ই, যারা ২০১৪ সালের আগে ফেসবুক ব্যবহার করতেন তারা এটি ভালোভাবে মনে করতে পারবেন। বন্ধুদের যখন তখন ‘পোক’ করা ছিল সেসময়ের ট্রেন্ড। ‘ফ্লার্ট’ করতেও অনেকে পছন্দের মানুষটিকে পোক করতেন। মূলত তরুণ প্রজন্মের মধ্যে তাই এই ফিচারের জুড়ি মেলা ছিল ভার। তবে সময়ের সঙ্গে সঙ্গে মেসেঞ্জার, লাইক ও বিভিন্ন রকমের রিঅ্যাকশন আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠে। ধীরে ধীরে পোক তার গুরুত্ব হারায়। ২০০৪ সালে আত্মপ্রকাশ করা ‘পোক’ ফিচারটি ২০১৪ সালে সরিয়েও নেওয়া হয়। এখন ব্যবহারকারীরা সরাসরি ফেসবুক প্রোফাইল থেকেই বন্ধুদের পোক করতে পারবেন। সার্চ...