জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গত জুলাইয়ে দেশটির ক্ষমতাসীন জোটের ঐতিহাসিক পরাজয়ের পর কয়েক সপ্তাহের মধ্যেই তিনি পদত্যাগের এই ঘোষণা দিলেন। জুলাইয়ের নির্বাচনে পরাজয়ের পর শিগেরু ইশিবা তার দলের মধ্য থেকে ওঠা পদত্যাগের আহ্বান ঠেকিয়ে রেখেছিলেন। তখন তিনি বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত শুল্ক চুক্তিটি যেন যথাযথভাবে বাস্তবায়িত হয়, তা তিনি নিশ্চিত করতে চান। তবে এতকিছুর পর রোববার তার পদত্যাগের সিদ্ধান্ত সামনে এলো। খবর আলজাজিরার। গত বছর দায়িত্ব নেওয়ার পর থেকে এই ৬৮ বছর বয়সী রাজনীতিবিদ পার্লামেন্টের উভয়কক্ষে তার জোটের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিলেন। অক্টোবরের এক তিক্ত নির্বাচনি পরাজয়ে তারা শক্তিশালী নিম্ন কক্ষেও তাদের সংখ্যাগরিষ্ঠতা হারায়। ভোটারদের ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগের কারণে এই পরাজয়গুলো ইশিবার সরকারের জন্য তাদের নীতিমালা বাস্তবায়ন করার...