খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (কুআ) উদ্যোগে প্রথমবারের মতো ‘জব ফেয়ার-২০২৫’ অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।এ সময় তিনি বলেন, এ খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকেই আমি এখানকার উত্থান-পতন দেখে আসছি। সেজন্য আমি এ বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করে যেতে পারলে নিজেকে ধন্য বলে মনে করব। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের চলমান প্রকল্পগুলো অতিদ্রুত বাস্তবায়ন, শিক্ষাব্যবস্থা, গবেষণা ও চাকরির বিষয়ে বলেন, একটা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও কারিকুলাম ডেভেলপমেন্টে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।কারণ তারা জানে বর্তমান চাকরির বাজারে কোন কোন সেক্টরে চাহিদা বেশি। তার উপরে ভিত্তি করে পরামর্শ অনুযায়ী কাজ করলে পড়ালেখা ও গবেষণার পাশাপাশি চাকরি জীবনেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা...