মাইনুল ইসলামলক্ষ্মীপুরেরর রায়পুর উপজেলার সন্তান। তিনি হায়দরগঞ্জ তাহেরিয়া আর এম কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম সম্পন্ন করেন। এরপর বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখতে থাকেন। স্বপ্ন থেকে চেষ্টা চালিয়ে যান। দিনকয়েক আগে সাফল্যের দেখা পেয়েছেন। তিনি তুরস্কের ‘তুর্কিয়ে বুর্সলারি বৃত্তি’ পেয়েছেন। তুরস্কের কুকরোভা ইউনিভার্সিটিতে স্নাতক প্রোগ্রামে পড়বেন পলিটিকাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন্সে। সম্প্রতি তার তুরস্কে সরকারি বৃত্তি পাওয়ার গল্প ও নতুনদের জন্য পরামর্শ নিয়ে বিস্তারিত কথা বলেছেন জাগো নিউজের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেনআনিসুল ইসলাম নাঈম— জাগো নিউজ: আপনার শৈশব ও বেড়ে ওঠা সম্পর্কে বলুন—মাইনুল ইসলাম:লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরআবাবিল গ্রামে আমার জন্ম ও বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই নদী-প্রকৃতি ঘেরা গ্রামীণ জীবনে বড় হয়েছি। শৈশবটা কেটেছে খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্নের মিশেলে। ছোটবেলায় শিক্ষক ও লেখক হওয়ার স্বপ্ন দেখতাম। কিন্তু পরে একসময় উদ্যোক্তা হওয়ার...