২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় সাক্ষী ছিলেন সদ্যপ্রয়াত বদরুদ্দীন উমর। তিনি তদন্ত কর্মকর্তার কাছে সাক্ষ্যও দিয়েছেন।তবে ট্রাইব্যুনালে এসে জবানবন্দি দেননি। রোববার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন এ তথ্য জানান। শেখ হাসিনা ছাড়াও এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আসামি। তবে চৌধুরী মামুন অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হিসেবে ইতিমধ্যে সাক্ষ্য দিয়েছেন। এ মামলায় এখন পর্যন্ত ৩৬ সাক্ষী ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন। এক মামলায় নিয়মিত ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইনকে এক সাংবাদিক প্রশ্ন করেন, শেখ হাসিনার মামলার ২ নম্বর সাক্ষী বদরুদ্দীন উমর মারা গেছেন। এ ক্ষেত্রে ট্রাইব্যুনালে উনার সাক্ষ্যগ্রহণ হলো না। তাই এই মামলায় রাষ্ট্রপক্ষ (প্রসিকিউশন) ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে কিনা?...