নাগেশ্বরীতে ল্যাট্রিনের সেপটি ট্যাংকি থেকে ৮ বছর বয়সী শিশুর লাশ উদ্ধারের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তবে এখনো পলাতক রয়েছে মামলার মূল আসামি মমিনুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলেন— মমিনুলের মা মহসেনা বেগম, বোন ফাহিমা খাতুন, প্রতিবেশী নজরুল ইসলাম ও তার স্ত্রী মনজু বেগম। ঘটনাটি ঘটে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সীট মালিয়ানী গ্রামে। নিহত মুরছালিন (৮) স্থানীয় মশিউর রহমানের ছেলে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে প্রতিবেশী মমিনুলের বাবা ফরিদ উদ্দিনের বাড়ির ল্যাট্রিনের সেপটি ট্যাংকি থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, বড় ভাইয়ের বিয়ের আলোচনা চলাকালীন সময়ে মমিনুল ইসলাম মোবাইল দেখানোর প্রলোভন দেখিয়ে মুরছালিনকে বলাৎকার করে এবং শ্বাসরোধে হত্যা করে। এর আগে (৫ সেপ্টেম্বর) শিশুটি নিখোঁজ হলে পরিবারের ও স্থানীয়দের সন্দেহ হয় মমিনুল ও তার পরিবারের দিকে। ওইদিন সন্ধ্যা...