০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০২ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৮ পিএম যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে অবৈধভাবে থাকা অভিবাসীদের গ্রেপ্তার ও দেশে ফেরত পাঠানোর জন্য অভিযান শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বরাতে শনিবার (৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এবং বোস্টন এই তথ্য প্রকাশ করেছে। অভিযানটি মূলত ‘অপরাধে জড়িত বিদেশি’দের লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। অভিযানটি চালানো হচ্ছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) এবং অভিবাসন ও শুল্ক কার্যকরবিষয়ক শাখা (আইসিই) কর্তৃক, যার নাম দেওয়া হয়েছে ‘প্যাট্রিয়ট ২.০’। এটি মে মাসে পরিচালিত পূর্বের অভিযানের আপডেট সংস্করণ। গত অভিযানে প্রায় ১,৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। নতুন অভিযানে লক্ষ্য করা হচ্ছে মূলত সেই অভিবাসীদের, যাদের স্থানীয় কারাগার থেকে ছাড়া দেওয়া হয়েছে, অথচ আইসিই এজেন্টরা তাদের হেফাজতে নিতে চেয়েছিল। সূত্র জানিয়েছে, অভিযান কয়েক...