সিনেমার রঙিন পর্দার আড়ালে লুকিয়ে ছিল অন্ধকার জগৎ। ভারতের মুম্বাইয়ে অভিনেত্রী আনুশকা মনি মোহন দাসকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বেরিয়ে এসেছে সেই ভয়ংকর বাস্তবতা। উঠতি অভিনেত্রীদের দেহব্যবসায় বাধ্য করার অভিযোগে তাকে আটক করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানায়, মহারাষ্ট্রের থানে জেলার কাশিমীরা এলাকায় চলছিল এই অবৈধ কার্যক্রম। নবাগত তরুণীদের অভিনয় জগতে সুযোগের প্রলোভন দেখিয়ে দেহব্যবসার চক্রে ঠেলে দিতেন আনুশকা। শুক্রবার (৫ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ্যে আসতেই নাড়িয়ে যায় মুম্বাইয়ের বিনোদন অঙ্গন। বসই–ভিরার অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মদন বল্লাল বলেন, "অভিযোগ পাওয়ার পর আমরা পরিকল্পনা করি তাকে হাতেনাতে ধরার। দুই ছদ্মবেশীকে ক্রেতা সেজে পাঠানো হয়। আনুশকা তাদের মুম্বাই–আমেদাবাদ হাইওয়ের পাশে একটি বিলাসবহুল মলে...