চন্দ্রগ্রহণকে ঘিরে আমাদের সমাজে বরাবরই নানা রহস্য আর কুসংস্কার প্রচলিত আছে। বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বহু জায়গায় মানুষ মনে করেন — চন্দ্রগ্রহণের সময় খালি চোখে চাঁদের দিকে তাকালে ক্ষতি হতে পারে। কেউ বলেন চোখ নষ্ট হয়ে যাবে, কেউ বলেন এতে অশুভ শক্তি ভর করে। কিন্তু বিজ্ঞান কি এসব সমর্থন করে? চলুন জেনে নেই চন্দ্রগ্রহণ দেখা সংক্রান্ত বিশ্বাস ও তার পেছনের বিজ্ঞান। বাংলাদেশে গ্রামের দিকে এখনও শোনা যায় -- চন্দ্রগ্রহণের দিকে তাকালে চোখ নষ্ট হয়ে যাবে। অনেকে বলেন, গ্রহণকালে চাঁদ ‘অশুভ আলো’ ছড়ায়, যা চোখে গেলে অন্ধ হয়ে যেতে পারে। কেউ কেউ বিশ্বাস করেন, খালি চোখে চন্দ্রগ্রহণ দেখলে মাথাব্যথা, বমি বা মানসিক অস্থিরতা দেখা দেয়। গর্ভবতী নারীদের এসময় বাইরে যেতে নিষেধ করা হয়। ধারণা করা হয়, এতে গর্ভস্থ সন্তানের ক্ষতি...