আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। যুক্তরাষ্ট্রভিত্তিক দল আটলান্টা ফায়ারের হয়ে মাঠে নামবেন তিনি। একই দলের হয়ে খেলবেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। সবকিছু ঠিক থাকলে দীর্ঘদিন পর একই সঙ্গে মাঠে দেখা যাবে সাকিব-মাহমুদউল্লাহকে।বাংলাদেশের জার্সিতে তারকা এই দুই ক্রিকেটার খেলেছেন দীর্ঘ সময়। দলের বিপদে হাল ধরেছেন বহুবার। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব-মাহমুদউল্লাহকে আর দেখা না গেলেও ফ্র্যাঞ্চাইজি লিগের সুবাদে আবারও একই সঙ্গে মাঠে দেখা যাবে তাদের।আটলান্টা ওপেন টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজকরা। তাকে ‘স্টার’ আখ্যা দিয়ে তারা লিখেছে, ‘স্টারপাওয়ার আনলকড। মাহমুদউল্লাহ রিয়াদ আটলান্টা ফায়ারের হয়ে আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন।’সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রিয়াদ। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। এর আগে ২০২১ সালে...