নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বিসিক শিল্পাঞ্চল এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে গুরুতর দগ্ধ হওয়া গৃহকর্তা মানব চৌধুরী (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাঁর মৃত্যু হয়। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মানব চৌধুরীর শরীরের প্রায় ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ দুপুরে মারা যান।’ মানব চৌধুরী একটি ওষুধ কোম্পানিতে...