সুন্দরবনে কাঁকড়া আহরণকালে স্ট্রোকের কারণে হরিপদ মন্ডল (৬০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের মালঞ্চ নদীর জোড়া বয়ারসিং এলাকায় গত ৫ সেপ্টেম্বর বেলা ১টার দিকে মৃত্যুবরণ করেন। বিষয়টি জানা যায় শনিবার সন্ধ্যায়। মৃত্যুর ঘটনায় সুন্দরবনে জেলেদের নিরাপত্তা এবং বন বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বনজীবীরা অভিযোগ করেন, “আমরা শুধু কাগজ ও পারমিটের বিনিময়ে কাজ করি, কিন্তু জীবনের নিরাপত্তা নেই। অসুস্থ হলে চিকিৎসার কোনো ব্যবস্থা নেই।” হরিপদ মন্ডল শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগরের সিংহড়তলী গ্রামের মৃত অনন্ত মন্ডলের ছেলে। তিনি ২০–২৫ বছর ধরে সুন্দরবনে মাছ, কাঁকড়া ও মধু আহরণ করে জীবিকা নির্বাহ করতেন। জানা যায়, ১ সেপ্টেম্বর হরিপদ মন্ডল ও সুকুমার মন্ডল বনবিভাগের কদমতলা স্টেশন থেকে পাস নিয়ে ছোট নৌকায় কাঁকড়া ধরার জন্য মালঞ্চ নদীর জোড়া...